31 October, 2023
BY- Aajtak Bangla
বিশ্বকাপের পরেই বিসিসিআই-এর সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে রাহুল দ্রবিড়ের। অর্থাৎ এবারের বিশ্বকাপের পর কোচ থাকছেন না দ্রাবিড়।
তবে দ্রবিড়ের সঙ্গে বিসিসিআই চুক্তি বাড়াবে কিনা সেটাই এখন দেখার। এবারের বিশ্বকাপে ভারতীয় দল দারুণ জায়গায় রয়েছে।
তিনি যদি টিম ইন্ডিয়াকে বিশ্বকাপে জিতিয়ে দিতে পারেন তা হলে কি তাঁর সঙ্গে চুক্তি বাড়তে পারে। বিসিসিআই যদিও কিছু বলেনি।
দ্রাবিড়ের জায়গায় কে দায়িত্ব নেবেন রোহিত শর্মাদের? তা নিয়েই শুরু হয়েছে নানা জল্পনা।
শোনা যাচ্ছে, যদি চুক্তি নবীকরণ না হয়, তা হলে ভারতীয় দলের দায়িত্ব নিতে পারেন ভিভিএস লক্ষণ।
এই মুহূর্তে তিনি ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে। ভারতীয় দলের হয়ে কোচিং করারও অভিজ্ঞতা রয়েছে।
মনে করা হচ্ছে, তিনিই দায়িত্ব নিতে পারেন। ক্রিকেটার হিসেবে ভিভিএস লক্ষণ কেমন তা প্রত্যেকেই জানেন।
তবে কোচ হিসেবে তিনি কতটা সফল হন সেটাই দেখার। তবে তার আগে দ্রাবিড়কে সরানো হয় কিনা সেটা দেখার।
বিশ্বকাপের পরেই ভারতীয় দলের দায়িত্ব নিতে পারেন লক্ষণ।