28 AUGUST, 2024

BY- Aajtak Bangla

'ক্রিকেটের' বাংলা প্রতিশব্দ কী? অনেকেই জানেন না

ক্রিকেট ভারতে দারুণ জনপ্রিয় খেলা। তবে এই ক্রিকেটকে বাংলায় কী বলে জানেন?

ক্রিকেটের জন্ম সুদূর ইংল্যান্ডে। তাই এই ক্রিকেটকে বাংলায় ‘ক্রিকেট’ই বলা হয়।

তবে আমাদের দেশে গ্রামবাংলায় ক্রিকেটের প্রচলিত শব্দ হল ‘ব্যাটবল খেলা’।

এর পাশাপাশি ক্রিকেট শব্দের আরও একটা মানে রয়েছে। যা হয়ত অনেকেই জানেন না।

ইংরেজি 'ক্রিকেট' শব্দের বাংলা প্রতিশব্দ হল 'ঝিঁ ঝিঁ পোকা।'

ফরাসি শব্দ 'ক্রিকোয়েট' শব্দ থেকে এসেছে 'ক্রিকেট' শব্দটি। এর অর্থ হল লাঠি।

একটা সময় ইংরেজিতে ক্রিকেট-এর বানান লেখা হত 'creckett'। পরে তা বদলে হয় 'cricket'।