30 MARCH, 2025

BY- Aajtak Bangla

ধোনির সঙ্গে এই খুদে আজ IPL দলের ক্যাপ্টেন, কে বলুন তো?

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ছোট্ট শিশুর সঙ্গে দাঁড়িয়ে রয়ছেন ধোনি। 

ধোনির সঙ্গে কে?

ঘটনাচক্রে এই ক্রিকেটারের বাবার সঙ্গেও খেলেছেন মাহি। রঞ্জি ট্রফিতে ধোনির স্ট্যাম্পিংই উইকেট নিয়েছিল তাঁর। 

বাবার সঙ্গেও খেলেছেন

এই ছবি ৩ বছর বয়স ছিল এই শিশুর। আর এখন সে এক দলের ক্যাপ্টেন 

এখন সে ক্যাপ্টেন

রবিবার তাঁর দলের কাছে হারতে হল ধোনিদের। চেন্নাই হারল ৬ রানে। 

হারলেন মাহি

তবে ফের রিয়ান পরাগ ও ধোনিকে একসঙ্গে দেখে রিয়ানের আইপিএল অভিষেকের কথা মনে পড়ল ভক্তদের 

ভাইরাল ছবি

সেই দিনও রিয়ানকে আউট করেছিলেন ধোনি। স্ট্যাম্পের পেছন থেকে। 

দারুণ ক্যাচ ধরে আউট করেন ১৬ রানে ব্যাট করতে থাকা তরুণকে। তিনি রিয়ান পরাগ। 

তবে এবার ক্যাপ্টেন হয়ে মাস্টারস্ট্রোক দিলেন রিয়ান। শেষ ওভারে সন্দীপকে নিয়ে এসে। 

আর তাতেই আউট হলেন ধোনি। আর শেষ হয় চেন্নাইয়ের আশা।