20 JUNE 2025

BY- Aajtak Bangla

বায়োপিকে কে অভিনয় করবেন? যা জানালেন এই বিশ্বকাপজয়ী 

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের কাজ শুরু হয়ে গিয়েছে অনেকদিন আগেই।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বর্ণময় ক্রিকেট কেরিয়ার থেকে ব্যক্তিগতজীবন, কবে আসছে? তা নিয়ে জল্পনা চলছে অনেকদিন।

তবে যে ব্যাপারে নিশ্চিত হওয়া গিয়েছে তা হল, ‘প্রিন্স অফ ক্যালকাটা’র ভূমিকায় যে রাজকুমার রাওকে দেখা যাবে।

তবে ভারতোয় ক্রিকেটে সৌরভের সতীর্থ রাহুল দ্রাবিড়ের ভূমিকাও অস্বীকার করা যাবে না।

এখন প্রশ্ন হল, তাঁর বায়োপিক হলে কে সেই ভূমিকায় অভিনয় করবেন?

টি২০ বিশ্বকাপ জেতার পর কোচ দ্রাবিড়কে স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে এই প্রশ্ন করা হয়েছিল।

দ্রাবিড় যদিও নিজের নাম ভূমিকায় আর কাউকে নয়, নিজেকেই দেখতে চান।

কিছুদিন আগেই ইন্দ্রনগরের গুন্ডা বলে পরিচিত হয়ে গিয়েছিলেন দ্রাবিড়। এক বিজ্ঞাপনের শুটিং-এ তাঁকে গুন্ডার ভূমিকায় দেখা যায়।

তা নিয়ে লজ্জিত হলেও, নিজের বায়োপিকে অভিনয়ের দায়িত্ব অন্য কোনও অভিনেতার হাতে ছাড়তে নারাজ দ্রাবিড়।