03 December 2023

BY- Aajtak Bangla

শেষ টি২০ ম্যাচে কেন নেই দীপক চাহার? জানালেন সূর্য

পাঁচ ম্যাচের টি২০ সিরিজের শেষ ম্যাচে ভারতীয় দলে নেই দীপক চাহার। যদিও তাতে জিততে অসুবিধা হয়নি টিম ইন্ডিয়ার।

তবে কেন নেই ভারতীয় দলের এই নির্ভরযোগ্য ক্রিকেটার? খোলসা করেলন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব।

ম্যাচের আগে টসের সময় দীপককে নিয়ে বড় আপডেট দিলেন সূর্য।

তিনি জানান, ভারতীয় দলে আরশদীপ সিংকে জায়গা দেওয়া হয়েছে। কারণ দীপক পারিবারিক সমস্যার জন্য বাড়ি ফিরেছেন।

চোটের জন্য এমনিতেই দীর্ঘদিন টিম ইন্ডিয়ার বাইরে ছিলেন দীপক। অজিদের বিরুদ্ধে ফেরেন তিনি।

প্রথম ম্যাচে ৪ ওভারে ৪৪ রান দিলেও দুই উইকেট তুলে নেন তিনি।

৩১ বছর বয়সী দীপক চাহার ভারতের হয়ে ১৩টি ওডিআই এবং ২৫টি টি- টোয়েন্টি ম্যাচ খেলেছেন। 

চাহার ওয়ানডেতে ১৬টি এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ৩১টি উইকেট নিয়েছেন।