12 MARCH, 2025

BY- Aajtak Bangla

রোহিত শর্মার গাড়ির নম্বর ২৬৪ কেন? জানলে অবাক হবেন

ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে মুম্বইয়ের রাস্তায় ল্যাম্বোরগিনি উরুস চালাতে দেখা যায়।

ভারতীয় দলের ক্যাপ্টেন। তাঁর তো এরকম গাড়িই থাকার কথা গ্যারেজে। এর মধ্যে অবাক হওয়ার কী আছে?

তবে গাড়িটির বিশেষ বৈশিষ্ট্য ছিল এর নম্বর প্লেট, যার উপরে লেখা ছিল '০২৬৪'। কেন জানেন?

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ২৬৪।

১৩ নভেম্বর, ২০১৪ তারিখে শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত শর্মার ২৬৪ রানের ইনিংস কেই বা ভুলতে পারে?

ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে উল্লেখযোগ্য কীর্তিগুলির মধ্যে একটি।

আর এই ইনিংসটা কলকাতায় হওয়ায়, আমাদের কাছে তাই এটা আরও স্পেশাল।

৩৩টি চার এবং ৯টি ছক্কা মারেন। এই ইনিংসের জেরেই ভারত ৫ উইকেটে ৪০৪ রান করে।