12 May 2025

BY- Aajtak Bangla

অবসর ঘোষণার পোস্টে ২৬৯ নম্বরের উল্লেখ কোহলির, কী রহস্য লুকিয়ে?  

'#২৬৯, সাইনিং অফ'। টেস্ট থেকে অবসর ঘোষণার সময় যে আবেগপ্রবণ বার্তা লিখেছেন বিরাট কোহলি, তার শেষটা এভাবেই করেছেন। 

কিন্তু কেন আচমকা ‘২৬৯’ নম্বরটির উল্লেখ করলেন কিং কোহলি? 

টেস্টে বিরাটের জার্সি নম্বর হল ১৮। তাহলে খামকা ২৬৯ নম্বরের উল্লেখ করলেন কেন তিনি? 

কোহলি বলেছেন, 'এই ফরম্যাট আমায় গড়ে-পিঠে নিয়েছে। এমন কিছু শিখিয়েছে, যা সারাজীবন আমার কাছে থাকবে।’

বিরাট আরও বলেন, ‘সাদা (জার্সি পরে) টেস্ট খেলার মধ্যে একটা গভীর আত্মিক বিষয় থাকে। দাঁতে দাঁত চেপে লড়াই করা, দীর্ঘক্ষণ ধরে খেলা, ছোট্ট একটা মুহূর্ত।'

বিরাট বলেছেন, ‘আমার যা কিছু ছিল, সেটা আমি উজাড় করে দিয়েছি। আর আমি যতটা ভেবেছিলাম, তার থেকে আমায় অনেক বেশি কিছু পেয়েছি।'

কয়েকদিন আগে রোহিত শর্মাও টেস্ট থেকে অবসর ঘোষণা করেন। পোস্ট করেন ক্যাপের ছবি। তাতে লেখা ছিল ২৮১।

অভিষেকের সময় প্রত্যেককে নির্দিষ্ট ক্যাপ নম্বর দেওয়া হয়। সেটা চিরকাল থেকে যায়।

বিরাটের টেস্ট ক্যাপ নম্বর ২৬৯। কারণ তিনি ভারতের ২৬৯ তম খেলোয়াড় হিসেবে টেস্ট খেলেছিলেন।