5 September, 2023
BY- Aajtak Bangla
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিশ্বকাপের ভারতীয় দলের ঘোষণা হতে চলেছে।
আর এই ওয়ানডে বিশ্বকাপেই উইকেটকিপার সঞ্জু স্যামসনের স্থান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
চোটের কারণে এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি রাহুল। আর সেই কারণে সঞ্জুকে রাখা হয়েছিল ইশান কিশানের ব্যাকআপ হিসেবে।
একাধিক রিপোর্ট অনুসারে, কেএল রাহুল ইতিমধ্যেই ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে গিয়েছেন। ফেরার পর বিশ্বকাপ দলে তাঁর স্থান একপ্রকার নিশ্চিত।
এমন পরিস্থিতিতে ওয়ানডে বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে পারেন সঞ্জু।
রাহুল ছাড়াও বিশ্বকাপে উইকেটরক্ষক হিসেবে নাম থাকতে পারে ইশান কিষাণের।
সঞ্জু স্যামসন ওডিআই ক্রিকেটে ১৩টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি গড়ে ৫৫.৭১ রান করেছেন।
কে এল রাহুল ৫৪টি ওডিআই ম্যাচ খেলেছেন। গড়ে ৪৫.১৩ করে মোট ১,৯৮৬ রান করেছেন।
৫ সেপ্টেম্বরের মধ্যে ১০টি দেশকেই তাদের দল ঘোষণা করতে হবে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ইতিমধ্যেই তাদের দল ঘোষণা করেছে।