20 November 2023
BY- Aajtak Bangla
বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হারতে হয় টিম ইন্ডিয়াকে।
হারের পর ভারতীয় খেলোয়াড় ও সমর্থকদের মন ভেঙে যায়। মাঠেই ভেঙে পড়েন কয়েকজন খেলোয়াড়।
হেরে যাওয়া ভারতীয় দলকে চাঙ্গা করতে ড্রেসিংরুমে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রবীন্দ্র জাদেজা। টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের উজ্জিবিত করার চেষ্টা করেন প্রধানমন্ত্রী।
জাদেজা লেখেন, 'দারুণ একটা টুর্নামেন্ট খেলেও শেষে জিততে পারলাম না। আমাদের হৃদয় ভেঙে গিয়েছে।'
মহম্মদ শামিকে জড়িয়ে ধরেন মোদী। সেই ছবি আবার শামি শেয়ার করেছেন।
টানা ১০ ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল রোহিত শর্মার ভারত।
তবে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হল ৬ উইকেটে। ষষ্ঠবার বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া।
রবিবারের ম্যাচ দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অজি ক্যাপ্টেন প্যাট কামিন্সের হাতে বিশ্বকাপ তুলে দেন তিনি।