BY- Aajtak Bangla
16 March, 2024
রবিবার ওমেন প্রিমিয়ার লিগের ফাইনালে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস।
গত মরসুমের পর এই মরসুমেও দারুণ পারফর্ম করে ফাইনালে উঠেছিল। তবে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের।
রবিবারের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।
চলতি বছর যে দলই মহিলা প্রিমিয়ার লিগ জয় করুক; বিজয়ী দল কত টাকা প্রাইজ মানি পাবে?
২০২৩ মহিলা প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন হয়েছিল। খেতাব জয়ের পর তাদের ৬ কোটি টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয়েছিল।
অন্যদিকে রানার্স আপ দিল্লি ক্যাপিটালসকে দেওয়া হয়েছিল। ৩ কোটি টাকার প্রাইজ মানি।
যদিও বিসিসিআই এখনও পর্যন্ত এই ব্যাপারে আপডেট দেয়নি।
তবে আশা করা যেতেই পারে য়ে এবারও কত টাকা পাবেন WPL বিজয়ীদের হাতে ৬ কোটি টাকারই আর্থিক পুরস্কার তুলে দেওয়া হবে।
আর রানার্স আপ দলকে দেওয়া হবে ৩ কোটি টাকা দেওয়া হবে।