23 JUNE, 2023
BY- Aajtak Bangla
প্রেমিককে মিস করছেন WWE স্টার ম্যাডি রোজ
জীবনসঙ্গীর সঙ্গে বাগদান সেরে ফেললেন প্রাক্তন WWE তারকা ম্যাডি রোজ। একটি ছবিও শেয়ার করেছেন।
এই ছবিতে সঙ্গী সাইবির সঙ্গে রোম্যান্টিক মুডে দেখা যায় ম্যাডিকে।
ম্যাডি রোজ আবার আমান্ডা সাকামান্ডো নামেও পরিচিত।
সাইবিকে উদ্দেশ্য করে ইনস্টাগ্রামে ম্যাডি লেখেন, ‘তোমায় মিস করি…’
ইনস্টাগ্রামে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন সাইবিও। স্টোরি শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, সাইবির কোলে রয়েছেন ম্যাডি।
গত বছর সেপ্টেম্বর মাসে এনগেজমেন্টের কথা জানান ম্যাডি। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন তিনি।
রেসলিং করার আগে, এনএফএল-এ খেলতেন ম্যাডি। এরপর তিনি যোগ দেন পেশাদার রেসলিং-এ।
২০১৫ সাল অবধি WWE-র সঙ্গে যুক্ত ছিলেন ম্যাডি। এর পর রেসলিং ছেড়ে দেন তিনি।
সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় ম্যাডি। ইনস্টাগ্রামে ৩৫ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে তাঁর।
Related Stories
বায়োপিকে কে অভিনয় করবেন? যা জানালেন এই বিশ্বকাপজয়ী
একঝাঁক নতুন মুখ, ইংল্যান্ড সফরে ইন্ডিয়া টিমে কারা?
অবসর ঘোষণার পোস্টে ২৬৯ নম্বরের উল্লেখ কোহলির, কী রহস্য লুকিয়ে?
বিরাটের কত টাকা? শূন্য গুণে শেষ করুন দেখি