১৩ বলে ৫০! IPL স্টার একদা 'ফুচকাওয়ালা' যশস্বী

12  May, 2023

দীর্ঘ ক্রিকেট ইতিহাসে বহু কীর্তির সাক্ষী ইডেন গার্ডেন্স। কলকাতা দেশের গর্ব এই মাঠ দেখেছে অনেক উত্থান, পতন, রেকর্ড। 

তেমনই আরও এক রেকর্ডের সাক্ষী রইল বৃহস্পতিবার রাতে। রেকর্ডের নাম যশস্বী জয়সওয়াল। 

রাজস্থান রয়্যালস-এর যশস্বী মাত্র ১৩ বলে ৫০ করলেন। IPL-এ এখনও পর্যন্ত এটাই দ্রুততম হাফ সেঞ্চুরি। ভাঙলেন রাহুল এবং প্যাট কামিন্সের নজির।

যশস্বীর বিধ্বংসী ব্যাটিংয়েই বলা যেতে পারে KKR-এর স্বপ্নভঙ্গ। বৃহস্পতিবার শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করেন তিনি। 

প্রথম ওভারেই কলকাতার অধিনায়ক নীতীশ রানাকে দু’টি ছক্কা এবং তিনটি চার মারেন।

১৩ বলে ৫০ করতে যশস্বী ৬টি চার ও ৩টি ছয় মেরেছেন। আইপিএলে দ্রুততম অর্ধশতরান করার নজির ছিল রাহুল এবং কামিন্সের। ১৪ বলে ৫০ রান করেছিলেন।

উত্তরপ্রদেশের ভাদোহি জেলার সুরিয়া এলাকায় জন্ম যশস্বীর। ছেলেকে ক্রিকেটার তৈরির মতো অর্থ ছিল না যশস্বীর বাবার। কিন্তু যশস্বীর ইচ্ছেশক্তি ছিল প্রবল।

১০ বছর বয়সে মুম্বই চলে যান যশস্বী। পেট চালাতে প্রথমে দোকানে কাজ নেন। প্রতি দিন প্র্যাকটিস। প্র্যাকটিসের জেরেই কাজ চলে যায়।

এরপর মুম্বইয়ের আজাদ ময়দানে ফুচকা বিক্রি শুরু করেন। ময়দানেরই এক কর্মীর সঙ্গে তাঁবুতে রাত কাটাতেন। বিদ্যুত্‍হীন।

এহেন যশস্বীর প্রতিভা নজরে পড়ে যায় কোচ জ্বালা সিংয়ের। ফ্রি-তে প্র্যাকটিস করানো শুরু করেন। বাড়িতে নিজের ছেলের মতো যশস্বীকে ঠাঁই দেন জ্বালা। 

জ্বালাকে বলেছিলেন, 'স্যর, আমি কোনও কাজ জানি না। শুধু ক্রিকেট জানি। জুতো পালিশ, ঘর মুছতে বললেও করে দেবো।' বাকিটা ইতিহাস। 

সেই যশস্বী আজ IPL-এর তারকা। মাত্র ২১ বছর বয়সে দেশের গর্ব।