BY- Aajtak Bangla

AC গাড়ি কেনার ইচ্ছে? ১ লিটারে কতক্ষণ এসি চলে জানা আছে?

10 nov, 2024

এসি চালালে গাড়ির কত পেট্রোল কত খরচ হবে তা নির্ভর করে গাড়ির উপরেই।

জেনে নেওয়া যাক এক ঘন্টা এসি চালালে কত পেট্রোল খরচ হতে পারে।

গাড়ির মডেল, ইঞ্জিন ক্যাপাসিটি, দক্ষতার উপর নির্ভর করে এই বিষয়টি।

যে গাড়ি বড় ইঞ্জিন থাকে, সেখানে এসি চালালে বেশি পেট্রোল খরচ হয়।

ছোট গাড়িতে এক ঘণ্টা এসি চালালে ০.২-০.৪ লিটার পেট্রোল খরচ হয়।

বড় গাড়িতে এই খরচ হয় ০.৫-০.৭ লিটার।

গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে থাকলে বেশি খরচ হয় পেট্রোল।

গাড়ির ইঞ্জিন পুরনো হলেও এসি চালালে বেশি তেল পোড়ে।

এসি জোরে চললে বেশি ঠান্ডা হলেও ইঞ্জিনে তেল পোড়ে বেশি।