14 October, 2023

BY- Aajtak Bangla

ঘরে বসেই মাসে ২-৩ হাজার টাকা পাবেন এই সরকারি স্কিমে

বাজারে এখন হাজারো বিনিয়োগ অপশন। কিন্তু এখনও পোস্ট অফিস, ব্যাঙ্কেই আমজনতার ভরসা বেশি। 

পোস্ট অফিসের অন্যতম জনপ্রিয় বিনিয়োগ মান্থলি ইনকাম স্কিম(MIS)। ন্যূনতম ১,০০০ টাকার মাল্টিপল-এ বিনিয়োগ করা যায়।

সিঙ্গল অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা করা যায়। ৫ বছরে ম্যাচিওর হয়। এই স্কিমে একাধিক বিনিয়োগ করা যেতে পারে। তবে সর্বোচ্চ বিনিয়োগ স্থির।

অ্যাকাউন্ট চাইলে আগেও ক্লোজ করতে পারবেন। তবে তাতে সুদের হার থেকে পেনাল্টি আরোপ হবে।

পোস্ট অফিস মাসিক আয় স্কিমের সুদের হার: (১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ২০২৩)- ৭.৪%

উদাহরণস্বরূপ, আপনি যদি ২ লক্ষ টাকা সঞ্চয় করে MIS করেন, তাহলে মাসে প্রায় ১,২৩৩ টাকা করে সুদ পাবেন। যত বেশি আমানত, তত বেশি সুদ।

অ্যাকাউন্ট খোলার দিন থেকে এক মাস পূর্ণ হলে এবং ম্যাচিওরিটি পর্যন্ত সুদ পাবেন৷ 

স্কিম করার তারিখ থেকে ১ বছরের মেয়াদ শেষ হওয়ার আগে পর্যন্ত কোনও টাকা তোলা যাবে না। 

১ বছর পরে এবং অ্যাকাউন্ট খোলার দিন থেকে ৩ বছরের আগে অ্যাকাউন্ট বন্ধ করলে, আমানত থেকে ২% কাটা হবে এবং বাকি টাকা ফেরত পাবেন।