02 August, 2024

BY- Aajtak Bangla

তেল ভরার সময়ও হতে পারে চুরি, এই ৫টি বিষয় খেয়াল রাখুন

কিছু অসাধু পেট্রোল পাম্প কর্মচারি বা মালিক নানা কৌশলে তেলের পরিমাণে কারচুপি করে মানুষকে ঠকান।

ঠিক কী ভাবে ওই সমস্ত অসাধু পেট্রোল পাম্পগুলি তেল চুরি করছে, তা ঝটপট, খালি চোখে বোঝা সম্ভব নয়।

তবে পেট্রোল পাম্পগুলির তেল চুরির কয়েকটি নির্দিষ্ট কৌশল রয়েছে, যেগুলি সম্পর্কে অবগত থাকলে প্রতারিত হওয়ার ঝুঁকিটা কম থাকে।

অনেক অসাধু পেট্রোল পাম্প মালিক তেল ভরার জন্য প্রয়োজনের তুলনায় বেশ কিছুটা লম্বা পাইপের ব্যবহার করে থাকেন।

কারণ, মিটারে যদি দেখায় যে, এক লিটার তেল দেওয়া হয়ে গিয়েছে, সে ক্ষেত্রে তখনও বেশ কিছুটা তেল ওই লম্বা পাইপেই থেকে যাবে।

৫০০ টাকার তেল ভরাতে চাইলে কর্মচারি কথা না শোনার ভান করে ২০০ টাকার দিল। পরে আবার সেখান থেকেই ৩০০ করে দিল। আসলে ৩০০ ভরা হল, কিন্তু আপনি ভাবলেন ৫০০ হয়েছে।

যদি দেখেন, কর্মচারী বারবার ফিলিং পাইপের সুইচ নামিয়ে ফেলছে, তাহলে ধরে নেবেন তেল চুরি করার সুযোগ খুঁজছে।দেখবেন ট্যাংকে পাইপ ঢোকানোর সময়েই মেশিনের ফিলিং পাইপ অন হয়।

কিছু অসাধু পেট্রোল পাম্পের মালিক অনেক সময় পেট্রোলের সঙ্গে ন্যাপথা মিশিয়ে ক্রেতাকে ভেজাল তেল দিয়ে ঠকিয়ে থাকেন।

অনেক সময় ইলেকট্রনিক চিপ লাগিয়েও চুরি হয়। মিটারের সঙ্গে ইলেকট্রনিক চিপ লাগিয়ে মিটার রিডিং ইচ্ছে মতো বাড়িয়ে দেওয়া যায়। কিন্তু তেল সেই পরিমাণে ট্যাঙ্কে পড়ে না।