25 October, 2023
BY- Aajtak Bangla
সময়ের সঙ্গে ব্লুটুথ ইয়ারবাডসের জনপ্রিয়তা বেড়েছে। ব্লুটুথ ইয়ারবাড কেনার সময়ে অবশ্যই ড্রাইভার দেখে নেবেন। যত বড় ড্রাইভার, সাউন্ড কোয়ালিটি তত ভাল হবে।
শুরুতে ব্লুটুথ ইয়ারবাডসের দাম অনেকটাই বেশি ছিল। কিন্তু এখন সেই ইয়ারবাডসের দাম সকলের নাগালের মধ্যে এসে গিয়েছে।
ভারতেরই একাধিক ব্র্যান্ড এখন বাজেটের মধ্যে ব্লুটুথ হেডফোন এনেছে।
১,০০০ টাকার বাজেটের মধ্যে কোন হেডফোন ভাল হবে? আসুন এক নজরে জেনে নেওয়া যাক।
Boat Eardopes 131: ৬০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক পাবেন। ১৩ mm ড্রাইভার, 650mAh চার্জিং কেস। এই দামে নিঃসন্দেহে অনেক বড় ড্রাইভার।
Noise Buds VS201: ৬০ ঘণ্টা পর্যন্ত প্লে টাইম পাবেন। ৬ মিমি স্পিকার ড্রাইভার।
Boult Audio Z40: ৬০ ঘণ্টা প্লেটাইম, টাইপ-সি ফাস্ট চার্জিং আছে। ১০ মিমি ড্রাইভার, IPX5, ব্লুটুথ 5.3।
Redmi Buds 4 Active: ১২ মিমি ড্রাইভার, ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ, Google ফাস্ট পেয়ার, IPX4, ব্লুটুথ 5.3, ENC, 60ms পর্যন্ত লো লেটেন্সি মোড পাবেন।
pTron Bassbuds Air: ১৩ মিমি ড্রাইভার, ৩২ ঘণ্টা প্লেটাইম, ক্লিয়ার কল, ব্লুটুথ V5.1, টাচ কন্ট্রোল, TypeC ফাস্ট চার্জিং, ভয়েস অ্যাসিস্ট এবং IPX4 ওয়াটার রেসিস্ট্যান্স পাবেন।