30 AUGUST, 2023
BY- Aajtak Bangla
ভেজিটেবিল গার্ডেনার ও সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর অদিতি রায় দস্তিদারের মতে, বাড়িতেও টমেটো গাছ চাষ করা যায়। ফলনও হয় ভালো।
বাড়িতে এই গাছ চাষ করার সময় মাটিতে কোকোপিটের সাথে ভারমিকম্পস্ট সার মিশিয়ে দিলে গাছ দ্রুত বৃদ্ধি পায়।
এই টমেটো গাছগুলো একবার ৩-৪ ইঞ্চি লম্বা হলে বড় টব এ এদের স্থানান্তরিত করা উচিত।
মাটিতে জৈব সার, ডিমের খোসা দিলে এই গাছ দ্রুত বৃদ্ধি পায়।
তাছাড়া, বাড়িতে এই টমেটো গাছ দিনে অন্তত ৫ ঘন্টা সূর্যের আলোতে রাখা উচিত।
বাড়িতে এই টমেটো গাছের নিচের পাতা কেটে রাখা উচিত।
প্রতিদিন গাছে জল দেওয়া উচিত।