19 JULY, 2023
BY- Aajtak Bangla
দৈনন্দিন জীবনে আমরা মোবাইলের ব্যাবহার প্রায় ২৪ ঘণ্টা করে থাকি।
কিন্তু মোবাইলের চার্জ খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। জেনে নেওয়া যাক, কিছু উপায় যা অবলম্বন করলে চার্জ বেশিক্ষণ থাকবে।
ব্রাইটনেস - মোবাইলের ব্রাইটনেস কমিয়ে রাখুন ব্যাটারি পাওয়ার সাশ্রয় হয়।
স্লিপ টাইমার - নিজের মোবাইল স্লিপ টাইমার সেট করে দিন, এতে ব্যাকগ্রাউন্ড ফাংশন থেমে যায়।
পাওয়ার সেভার মোড - মোবাইলে পাওয়ার সেভার মোড অন থাকলে ব্যাটারি খরচ কম হয়।
অ্যাপ - অন্য অ্যাপ বন্ধ রাখুন যা আপনার কাজে লাগছে না।
লোকেশন - ফোনের লোকেশন নেভিগেশন সার্ভিস বন্ধ রাখুন।
ব্লুটুথ - ওয়াইফাই - ফোন ব্যাবহার করার সময় ব্লুটুথ - ওয়াইফাই বন্ধ রাখুন।
আপডেট - মোবাইল ডিভাইস আপডেট রাখুন, ব্যাটারি অপচয় থেকে মুক্তি পাবেন।
কুলিং - মোবাইল টাকে কুলিং মোডে কুল করে রাখুন, ব্যাটারি বাঁচবে।