30 October, 2023
BY- Aajtak Bangla
আধার কার্ড নিয়ে জালিয়াতির ঘটনা সামনে আসছে।
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে, একজনের আধার কার্ডের নম্বর অন্য কেউ ব্যবহার করছে।
আপনার আধার কার্ডও অন্য কেউ ব্যবহার করছে না তো! কীভাবে জানবেন?
প্রথমে https://resident.uidai.gov.in/notification-aadhaar ওয়েবসাইটে যেতে হবে
সেখানে আপনার আধার নম্বর দিতে হবে। তারপর ওটিপি আসবে মোবাইলে।
সেই ওটিপি সাবমিট করতে হবে। তারপর নতুন পেজ খুলবে।
যেখানে অথেন্টিকেশন টাইপ, সিলেক্টেড ডেট রেঞ্জ, নম্বর অফ রেকর্ড এবং OTP আও একবার দিতে হবে।
এবার আপনাকে ড্রপ-ডাউন মেনু থেকে 'অল' অপশনে যেতে হবে। পেজে থাকা 'সিলেক্টেড ডেট রেঞ্জ' অপশনে ক্লিক করুন।
সেখানে জানা যাবে পুরোনো ৬ মাসের রেকর্ড। আপনার আধার কোথায়-কোন কাজে ব্যবহার হয়েছে দেখতে পাবেন।
মিলিয়ে দেখে নিন সব জায়গাতে আপনিই সেই কার্ড ব্যবহার করেছেন কি না।
যদি না করে থাকেন তাহলে আপনি https://resident.uidai.gov.in/notification-aadhaar ওয়েবসাইটে অভিযোগ জানাতে পারবেন।