13 JULY, 2023
BY- Aajtak Bangla
উচ্চমাধ্যমিকের পর অনেকেই বিদেশে গিয়ে পড়তে চান। অর্থাত্ স্নাতক হতে চান বিদেশে।
প্রত্যেক বছর ভারত থেকে প্রায় ১ লক্ষেরও বেশি ছাত্র বিদেশে পড়তে যায়।
যদি আপনিও বিদেশে পড়তে যেতে চান তাহলে বিদেশে গিয়ে খরচ বাঁচাবেন কী করে , জেনে নিন।
নিজের নিয়মিত বাজেট তৈরি করে সেই নিয়ম মেনে চলুন, এতে বাড়তি খরচ কম হবে।
লোকাল ডিসকাউন্ট কার্ড ও কুপন ব্যাবহার করবেন, পয়সা বাঁচবে।
বিদেশে নিয়মিত সময় সময় মুদ্রার রেট বদলায়, কাজেই সেই দিকেও রাখবেন নজর।
বিদেশে পড়ুয়া ছাত্রদের অতি অবশ্য জানা দরকার স্কলারশিপের নিয়ম কানুন।
থাকা - খাবার ব্যবস্থা ও খরচ অত্যন্ত ন্যূনতম রাখার চেষ্টা করবে।
বিদেশে খাবার খরচ বাঁচাতে চেষ্টা করবে যাতে নিজের খাবার নিজেই বানাতে পারো।
হাত খরচা ও বাড়তি খরচা মেটাতে পার্ট - টাইম জব ভালো উপায়।
বিদেশে পড়তে গেলে অতি অবশ্যই ট্র্যাভেল বিমা করিয়ে রাখবেন।
এছাড়া বিদেশে পড়ার জন্য ব্যাংক থেকে নির্দ্বিধায় এডুকেশন লোন নিয়ে পারো।