BY- Aajtak Bangla
গরমে এখন এসি ছাড়া গতি নেই।
এসি চালালে এক ধাক্কায় বিদ্যুৎ খরচ অনেকটা বেড়ে যায়। কিন্তু এর হিসেবটা জানা আছে কি?
কত ঘন্টা কত টনের এসি চালালে কতটা বিদ্যুৎ খরচ হবে?
এসির ওজন ও ঘরের আকার ও গরমের উপর বিদ্যুৎ খরচ নির্বভর করে।
দেড় টন ওজনের এসিই বেশিরভাগ লোকে কেনে। বিদ্যুৎ খরচের ভয়ে অনেকেই এসি সারারাত চালান না।
৮০% এনার্জি কনজিউম অপশনে প্রথম ১ ঘন্টা চালালে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়।
৪ ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হয় ৫০০ ওয়াটের। ৩ ঘন্টায় বিদ্যুৎ খরচ হয় ২০০ ওয়াটের।
৮ ঘন্টা দেড় টনের এসি চালালে বিদ্যুৎ খরচ হয় ৩.৫ থেকে ৪ ইউনিট।
এসি বেশি পুরনো হয়ে গেলে বিদ্যুৎ খরচ হতে পারে প্রায় ২০০০-২৫০০ মেগাওয়াট। ইউনিট খরচ প্রায় ২০ ইউনিট।
এসি ৮ ঘন্টা হিসেবে দিন প্রতি ৪-৫ ইউনিট বিদ্যুৎ খরচ হয়।
যদি আপনার এলাকায় বিদ্যুতের রেট প্রতি ইউনিট ৭ টাকা হয়, তাহলে এই অনুযায়ী দিনে ৩৫ টাকা এবং মাসে ১০০০ টাকার বেশি বিল আসবে। অন্যান্য মাসের বিদ্যুৎ খরচের পাশাপাশি এই টাকাটা যোগ করে নিন।