BY- Aajtak Bangla
13 May, 2024
কোটিপতি ব্যবসায়ী গৌতম আদানির নেতৃত্বে আদানি গ্রুপের শেয়ার প্রমুখ কোম্পানি ইদানিং এন্টারপ্রাইজ বড় ঘটনা করেছে।
কোম্পানি আর্থিক বছর ২০২৪-২৫ এর বিভিন্ন সেক্টরে ৮০ হাজার কোটি টাকা লগ্নি করার চিন্তা ভাবনা করছে।
পিটিআইয়ের বক্তব্য অনুযায়ী এই ইনভেস্টমেন্ট, আদানি এন্টারপ্রাইজ বিমানবন্দর এবং ডাটা সেন্টারে করতে চলেছে।
আদানি এন্টারপ্রাইজ এর আধিকারিক সৌরভ শাহর বক্তব্য, তাঁরা ২০২৪-২৫ অর্থবর্ষে ৮০ হাজার কোটি টাকা লগ্নি করার পরিকল্পনা করেছে। যা ANIL এবং এয়ারপোর্ট সেক্টরে করা হবে।
সেখানে গঙ্গা এক্সপ্রেসওয়ের কারণে সড়ক সেক্টরে ১২ হাজার কোটি টাকা লগ্নি করা হবে।
পিভিসি সেক্টরে আরও ১০ হাজার কোটি টাকা ও ডাটা সেন্টারে ৫০০০ কোটি টাকা লগ্নি করার কথা ঘোষণা করেছে।
রবিবার এই ঘোষণার পর সোমবার আদানির বিভিন্ন সেক্টরের শেয়ারে প্রভাব পড়তে পারে।
গত শুক্রবার আদানি Ent shares ১.৩৫ শতাংশ, আদানি পোর্ট ২.২০ শতাংশ, আদানি এনার্জি সলিউশন ১.৬৩ শতাংশ বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছিল।
শেয়ার মার্কেটে লগ্নির আগে ওপেন মার্কেট এক্সপার্টের পরামর্শ অবশ্য়ই নেবেন।