BY- Aajtak Bangla
17 August, 2024
সম্প্রতি রিচার্জের খরচ বেড়েছে। এয়ারটেলের একটি বিশেষ প্ল্যানের বিষয়ে আসুন জেনে নেওয়া যাক।
অনেকেই বাড়িতে সবার জন্য আলাদা-আলাদা করে রিচার্জ করেন। তাঁদের জন্য রইল এক নয়া প্ল্যানের হদিশ।
একসঙ্গে একাধিক ফোনের জন্য এই পোস্টপেইড প্ল্যান। দুইটি রেঞ্জে পাবেন। ১,১৯৯ টাকা ও ১,৩৯৯ টাকা।
১,১৯৯ টাকার প্ল্যানে নিজের নম্বর বাদেও আরও ৩টি কানেকশান পাবেন।
আনমিলিটেড কল পাবেন। তাছাড়া ডেটা এবং SMS-এর সুবিধাও পাবেন।
মোট ১৯০ জিবি ডেটা পাবেন। এতে মূল রিচার্জের নম্বরে ১০০ জিবি পাবেন। সঙ্গে এক্সট্রা, বাকি নম্বরে ৩ জন ৩০ জিবি করে পাবেন।
রিচার্জ প্ল্যানের সঙ্গে আমাজন প্রাইমের ৬ মাসের সাবস্ক্রিপশন পাবেন। এছাড়াও ডিজনি প্লাস হটস্টার মোবাইলের ১ বছরের অ্যাক্সেস পাবেন।
এছাড়া এয়ারটেলের অ্যাপ, যেমন Airtel Xstream Play, Wynk Premium-এর অ্যাক্সেস পাবেন। এর জন্য ব্যবহারকারীদের কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না।
ফলে একাধিক ফোনে রিচার্জের জন্য এটি ভাল। পরিবার ছাড়াও বন্ধু, সহকর্মীরা মিলেও এই রিচার্জ করতে পারেন।