BY- Aajtak Bangla

বাংলা ভাষার প্রচুর শিক্ষক নিচ্ছে কেন্দ্র, বেতন ৪৪,৯০০ টাকা

19 DECEMBER, 2023

গ্র্যাজুয়েট ট্রেইন্ড টিচার পদে ৩৮০ জনকে নিয়োগ করছে আন্দামান অ্যান্ড নিকোবর অ্যাডমিনিস্ট্রেশনের ডিরেক্টরেট অফ এডুকেশন।

হিন্দি, ইংলিশ, বাংলা, সংস্কৃত ভাষা সহ বিভিন্ন বিষয়ে গ্রুপ-বি পদে নিয়োগ করা হবে। বাংলা মিডিয়ামে মোট ৩১টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে।

এই ৩১টি শূন্যপদের মধ্যে বাংলায় শূন্যপদের সংখ্যা ৩টি, সোশ্যাল সায়েন্স (বাংলা মিডিয়ামে) শূন্যপদের সংখ্যা ৬টিতে নিয়োগ করা হবে।

এছাড়া, অঙ্কের শিক্ষক (বাংলা মিডিয়ামে) শূন্যপদের সংখ্যা ৬টি, লাইফ সায়েন্সে শূন্যপদের সংখ্যা ৭টি এবং ফিজিক্যাল সায়েন্স শূন্যপদের সংখ্যা ৯টি। এছাড়াও ৬টি শূন্যপদে সংস্কৃতের শিক্ষক নিয়োগ করা হবে।

মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ ৪ বছরের ইন্টিগ্রেটেড বিএ-বিএড অথবা বিএসসি-বিএড পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে https://edurec.andaman.gov.in ওয়েবসাইটে ক্লিক করুন।

আবেদনকারীদের বয়স ৩০ ডিসেম্বর, ২০২৩ তারিখের হিসেবে ৩০ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তদের মূল বেতন ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত।

প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে। এরপর নথিপত্র যাচাই আর ডাক্তারি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্ত বাছাই করা হবে।

অনলাইনে আবেদন করতে হবে ৩০ ডিসেম্বরের মধ্যে https://edurec.andaman.gov.in ওয়েবসাইটের মাধ্যমে। আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।