BY- Aajtak Bangla
অনেকেরই স্মার্টফোন একটু পুরানো হলেই হ্যাং হতে শুরু করে। এমনটা হলে কী করবেন?
বিজ্ঞাপন ব্লক করার বেশ কিছু উপায় রয়েছে। আপনি চাইলে গুগল ক্রোম থেকেই বিজ্ঞাপন ব্লক করতে পারেন। অথবা ওয়ালপেপারে আসা অ্যাড বন্ধ করতে পারেন।
এছাড়াও DNS-এর মাধ্যমে বিজ্ঞাপন ব্লক করতে পারেন।
অজানা অ্যাপ ডাউনলোড করা এড়িয়ে চলুন। অনেক সময়ে এই অ্যাপের মাধ্যমেই ফোনে পপ-আপ অ্যাড চালু হয়ে যেতে পারে।
কোনও অচেনা-অজানা লিঙ্কে ক্লিক করবেন না। এর থেকে ফোনে ম্যালওয়্যার, স্প্যামওয়্যার প্রবেশ করতে পারে।
উল্লেখিত সেটিংসের পরেও, কিছু পপ-আপ অ্যাড আসতে পারে। কোনও ওয়েবসাইটের নোটিফিকেশন অ্যালাও করে রাখলে সেগুলি আসতে পারে।
ফলে কোনও ওয়েবসাইটে নোটিফিকেশন অ্যালাও করার ক্ষেত্রে সাবধান।
সমস্যা অনেক বেশি হলে, সেক্ষেত্রে ফোন থেকে অজানা অ্যাপ ডিলিট করুন।
এরপর ফোনের ডেটা ব্যাকআপ নিয়ে ফ্যাক্টরি রিসেট করুন।