13 September, 2024
BY- Aajtak Bangla
এবার দেশের প্রবীণ নাগরিকদের জন্যও আয়ুষ্মান ভারত স্বাস্থ্যবিমা চালু করল কেন্দ্র।
৭০ বছর বা তার বেশি বয়সের প্রবীণরাও ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিত্সা পাবেন।
কেন্দ্রের এই স্কিম বলছে, কোনও পরিবার বা কোনও প্রবীণ নাগরিকের বেসরকারি সংস্থার স্বাস্থ্যবিমা থাকলেও অসুবিধা নেই।
আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা তিনি পাবেন।
কোনও প্রবীণ নাগরিকের যদি সেন্ট্রাল গভর্নমেন্ট হেল্থ স্কিম, এক্স-সার্ভিসমেন কন্ট্রিবিউটারি হেল্থ স্কিম অথবা
আয়ুষ্মান সেন্ট্রাল আর্মড পলিশ ফোর্স স্কিমের আওতায়থাকেন, তাঁদের যে কোনও একটি বেছে নিতে হবে।
সব প্রবীণ নাগরিক পৃথক স্বাস্থ্যবিমা কার্ড পাবেন। টপ-আপ কভারেজও রয়েছে
কোনও পরিবার যদি ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় থাকেন
তাহলে সেই পরিবারের প্রবীণ সদস্যরা বাড়তি ৫ লক্ষ টাকা স্বাস্থ্যবিমা পাবেন