24 July, 2024

BY- Aajtak Bangla

১৫০ টাকাতেই যান ২০০ কিমি রাস্তা, বাজারে Bajaj Freedom 125

প্রথম CNG বাইক আনল Bajaj Auto। লঞ্চ হল Bajaj Freedom 125 । 

CNG বা সবুজ বাইক মানেই অতি সাধারণ, পুরানো ডিজাইন নয়। সমস্ত ধারণা ভেঙে একেবারে আকর্ষণীয় লুক দেওয়া হয়েছে Bajaj Freedom 125-এ। 

বাইকের দামও সাধ্যের মধ্যে। দাম শুরু হচ্ছে ৯৫ হাজার টাকা থেকে।

এই মোটরসাইকেলের লঞ্চে ছিলেন কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। তিনি এই বাইককে 'গেম চেঞ্জার' বলে অভিহিত করেন।

বাইকের লুক একেবারে নিও-রেট্রো। না জানলে কেউ ধরতেই পারবে না যে CNG বাইক। এতে ২ লিটারের পেট্রোল ট্যাঙ্ক এবং ২ কেজির সিএনজি ট্যাঙ্ক রয়েছে। 

বাজাজ জানিয়েছে, সেগমেন্টে সবচেয়ে লম্বা সিট রয়েছে এই বাইকে। ফলে বেশ আরামদায়ক।

নিরাপদ তো? Bajaj জানিয়েছে, ১১টি ইন্ডাস্ট্রি টেস্টে পাশ করেছে এই বাইক। 

রীতিমতো ট্রাকের নিচে ফেলে বাইকটি টেস্ট করা হয়েছে।

বাইকটিতে আলাদা করে CNG ফিটিং করা হয়নি। বরং সিএনজি মাথায় রেখেই কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে তৈরি করা হয়েছে। 

বাইকটি ফুল ট্যাঙ্কে পেট্রোল প্লাস সিএনজি-তে ৩৩০ কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ পাবেন।