7 May, 2024
BY- Aajtak Bangla
ভারতের বাজারে এল বাজাজ পালসার NS400। দাম মাত্র ১.৮৫ লক্ষ টাকা থেকে(Pulsar NS400 Price)।
এটিই দেশের সবচেয়ে সস্তার ৪০০ সিসির বাইক। Bajaj পালসার NS400Z-এর জন্য বুকিংও শুরু হয়ে গিয়েছে৷
নতুন Pulsar NS400-এর দাম Dominar 400-এর থেকেও ৪৬,০০০ টাকা কম।
নতুন পালসার NS400Z-এর ডিজাইন ল্যাঙ্গোয়েজ মোটামুটি চেনা। একটু-আধটু যাঁরা বাইক নিয়ে ঘাঁটাঘাঁটি করেন, তাঁদের কাছে একেবারে নতুন কিছু নয়।
সামনে একটি সিঙ্গেল LED প্রজেক্টর হেডলাইট, দুই পাশে দুটি থান্ডার বোল্ট আকৃতির LED DRL।
অন্য মডেলের মতোই এই পালসার NS400Z-এরও ফুয়েল ট্যাঙ্কের ডিজাইন বেশ অ্যাগ্রেসিভ। বড়সড় ট্যাঙ্ক এক্সটেনশন রয়েছে।
পালসার NS400Z-এ একটি 373 সিসি সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড মোটর থাকছে। 8,800 rpm-এ 39.4 bhp তৈরি করে এবং 6,500 rpm-এ 35 Nm এর পিক টর্ক আউটপুট।
এটি এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ফিচার্স-ঠাসা পালসার। ব্লুটুথ সংযোগ তো আছেই। নতুন ফুল-কালার এলসিডি স্ক্রিন আছে।
এই সেগমেন্টে অন্য অপশন কী কী? ট্রায়াম্ফ স্পিড 400, বাজাজ ডোমিনার এবং আসন্ন রয়্যাল এনফিল্ড গেরিলা 450।