23 April 2024

BY- Aajtak Bangla

এ যাবত সবচেয়ে বেশি CC-র Pulsar আসছে বাজারে! জানাল বাজাজ

ছবি: শিল্পীর কল্পনায়

Pulsar রেঞ্জে বড়সড় আপডেট আনতে চলেছে বাজাজ। ইতিমধ্যেই টিজার প্রকাশ করেছে সংস্থা।

৩ মে দেশে তাদের সবচেয়ে বড় Pulsar 400 লঞ্চ করতে চলেছে বাজাজ। 

টিজার ভিডিও-তে বলা হয়েছে, এটিই এখনও পর্যন্ত সবচেয়ে বড় পালসার হতে চলেছে। 

শুধু নতুন লুক আর ডিজাইনই নয়, ইঞ্জিনও দারুণ হবে বলে মনে করা হচ্ছে। 

বর্তমানে ৪০০ সিসির সেগমেন্টে বাজাজের একটিই মডেল, Dominer । ডমিনারের চেয়ে কম দাম হলে এই Pulsar 400-ই এই সেগমেন্টে সবচেয়ে সস্তার বাইক হবে। 

টিজারে দেখা যাচ্ছে, Pulsar NS 250-র তুলনায় এর পিছনের দিকটা বেশি বড়। মোটা টায়ার আছে।

এই বাইকে ৩৭৩ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থাকতে পারে। সম্ভবত ডমিনার এবং KTM 390-র ইঞ্জিনই টিউন করে ব্যবহার করা হবে। 

পাওয়ার আউটপুট KTM এবং Dominar-এর থেকে আলাদা হবে। এতে 40 PS পাওয়ার এবং 35 Nm টর্ক জেনারেট করবে বলে মনে করা হচ্ছে।

Bajaj Pulsar 400-এ একটি সিক্স স্পিড গিয়ারবক্স থাকবে। স্ট্যান্ডার হিসাবে স্লিপ অ্যাসিস্ট ক্লাচ সিস্টেম দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। 

আবার একটি কুইক-শিফ্টার ভেরিয়েন্টও থাকতে পারে। সম্ভবত, NS200-এর চ্যাসিসের উপর ভিত্তি করেই এই 400 সিসির পালসার তৈরি হবে। উল্লেখ্য, সম্প্রতি NS250 লঞ্চ করে বাজাজ।