22 JULY, 2023

BY- Aajtak Bangla

ঢাকেশ্বরী মন্দির-বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে এই ৭ জায়গা ঘুরে  আসুন

এপার বাংলা আর ওপার বাংলা দুই সমান, আকাশ বাতাস মাটির গন্ধ যেন অবিকল এক।

আপনারাও যদি বাংলাদেশ ঘুরতে যান, বাংলাদেশের এই ৭ জায়গা অবশ্যই যাবেন।

ঢাকেশ্বরী মন্দির - বাংলাদেশে মা কালীর এই জাগ্রত হিন্দু মন্দির অবশ্যই দেখবেন। এটি দক্ষিণেশ্বরের আদলে তৈরি।

ঢাকা বিশ্ববিদ্যালয় - বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গণ সাক্ষী ছিল সেই ঐতিহাসিক বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণের।

শহিদ মিনার - ঐতিহাসিক ২১ ফেব্রুয়ারি মনে পরে যায়, তুমি ৩০ কিংবা তারও অধিক লাখো শহিদের প্রাণ। তুমি ক্রন্দন, তুমি হাঁসি, তুমি জাগ্রত শহীদ মিনার। অবশ্যই দেখবেন।

বান্দরবন - প্রকৃতি প্রেমীরা অবশ্যই ঘুরে আসুন বান্দরবনের সুন্দর চা বাগান।

কক্স বাজার বিচ - বিশেষ সবথেকে বড়ো বৃহত্তম সমুদ্র এই কক্স বাজারের বীচ। অবশ্যই যাবেন।

চট্টগ্রাম - চট্টগ্রামের জাহাজ পর্ট অবশ্যই দেখতে ভুলবেন না।

সুন্দরবন - বাংলার গর্ব রয়েল বেঙ্গল টাইগার দেখতে চাইলে অবশ্যই ঘুরে আসুন সুন্দরবন।