28 JUNE, 2023
BY- Aajtak Bangla
সেরা এগরোলে কামড় দিন, কলকাতার কোথায়?
বাঙালি মানেই স্ট্রিট ফুড প্রেম। মোমো, চাউমিন, কাটলেট, ফিশ ফ্রাই, আরও কত কী!
তবে এগরোল টা যেনো বাঙালিদের প্রাণ। বাড়ি থেকে বেরোনো মানে একটা রোল তো খাবেই।
চলুন দেখেনি কলকাতার বুকে কিছু সেরা এগরোলের দোকান দাম আর সাইজ জানলে হবেন অবাক।
১. শেফ আলাদিন
ঠিকানা - ছোট বটতোলা, গড়িয়া
সাইজ - ২০ ইঞ্চি (৩.৫ কেজি)
দাম - ২৪৫ টাকা
২. জব্বর আফগানি
ঠিকানা - সেক্টর ৫, বিধাননগর
সাইজ - ৯ ইঞ্চি
দাম - ২১৮ টাকা
৩. বাওয়ার্চি
ঠিকানা - যাদবপুর
সাইজ - ১৮ ইঞ্চি
দাম - ১৩০ টাকা
8. কুসুম
ঠিকানা - পার্ক স্ট্রিট
দাম - ১২০ টাকা
৫. নিজাম
ঠিকানা - তালতলা, ধর্মতলা
দাম - ১১০ টাকা
পার্কস্ট্রিটে হট কাটি রোলের নাম জানেন না, এমন বাঙালি কম আছেন। কলকাতা সেরা রোলের দোকানে এটিও রয়েছে।
এবার আপনারাও যদি রোল লাভার হন, তাহলে এখুনি চলে যান আর খেয়ে আসুন।
Related Stories
রান্নার গ্যাস তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে? খরচ কমানোর ৫ টোটকা জেনে নিন
আজ সোনার দাম কত? রইল আপনার শহরের রেট
আজ রুপোর দাম কত? রইল আপনার শহরের রেট
খুব সামান্য খরচ, গরম থেকে বাঁচতে ঘুরে আসুন দুর্দান্ত এই স্পটগুলি