13 September, 2023

BY- Aajtak Bangla

২,০০০ টাকার মধ্যে  সেরা ৫টি স্মার্টওয়াচ

সাধারণ ঘড়ির যুগ মোটামুটি শেষ। এখন নতুন প্রজন্মের হাতে হাতে স্মার্টওয়াচ।

দামি অ্যাপেল ওয়াচ কেনার সাধ্য সকলের নেই। তবে তাতে চিন্তার কিছু নেই। 

কম দামের মধ্যেও ভাল স্মার্টওয়াচ পেতে পারেন। দেড়-দুই হাজার টাকার বাজেটের মধ্যেই বাজারে অনেক অপশন রয়েছে।

আসুন, এক নজরে জেনে নেওয়া যাক, ২ হাজার টাকার বাজেটের মধ্যে কোন কোন স্মার্টওয়াচ পাবেন। 

Fire-Boltt Phoenix: গোল স্মার্টওয়াচ চাইলে এটি ভাল অপশন। ১.৩ ইঞ্চি স্ক্রিন। দাম ১,৩৯৯ টাকা। 

boAt Xtend: ১.৬৯ ইঞ্চির স্ক্রিন। দাম ১,৬৯৯ টাকা। অ্যালেক্সা বিল্ট-ইন। 

প্রো মডেলে সম্ভবত নতুন A17 বায়োনিক চিপ থাকবে। অপটিক্সের দিক দিয়ে প্রো মডেলে টেলিফোটো এবং আল্ট্রা-ওয়াইড ক্যামেরায় আগের তুলনায় আরও বেশি মেগাপিক্সেল থাকতে পারে।

আইফোন 15 প্রো-এর দাম এক লাফে অনেকটা বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। 

Noise Twist: এটিও গোল ডিসপ্লের। ১.৩৮ ইঞ্চি স্ক্রিন। দাম ১,৫৯৯ টাকা।