21 April, 2025

BY- Aajtak Bangla

টাকা সুরক্ষিত রাখার ১০টি নিরাপদ জায়গা যেখানে সুদ ও লাভ দুটোই মেলে!

ভারতীয় নাগরিকদের জন্য ১০টি সেরা জায়গা, যেখানে টাকা রাখা সবচেয়ে নিরাপদ এবং লাভজনক

পাবলিক সেক্টর ব্যাংকে Fixed Deposit (FD): সরকারি ব্যাঙ্কে FD নিরাপদ ও নিশ্চিত সুদ দেয়। সিনিয়র সিটিজেনদের জন্য বাড়তি সুদ।

পোস্ট অফিস স্কিম: যেমন – MIS (Monthly Income Scheme), NSC (National Savings Certificate)। ঝুঁকিহীন ও দীর্ঘমেয়াদি লাভ।

সঞ্চয়পত্র (Government Savings Bonds): কেন্দ্রীয় সরকার দ্বারা গ্যারান্টেড। সুদের হার ৭-৮% এর কাছাকাছি।

স্বর্ণে বিনিয়োগ (Sovereign Gold Bonds): গ্যারান্টি সহকারে সোনা কেনা যায়, বার্ষিক সুদও মেলে ২.৫%।

Recurring Deposit (RD): মাসে মাসে কিছু টাকা জমিয়ে নিশ্চিত সুদে লাভ নেওয়ার সহজ উপায়।

PPF (Public Provident Fund): দীর্ঘমেয়াদি কর-মুক্ত ও নিরাপদ বিনিয়োগ। সুদের হার ৭.১%।

ডিজিটাল গোল্ড বা গোল্ড ETF: নিরাপদ ও সহজে লেনদেনযোগ্য। রিটার্ন বাজারের সঙ্গে বাড়ে।

মিউচুয়াল ফান্ডের Debt Fund: তুলনামূলক কম ঝুঁকির সঙ্গে বেশি রিটার্ন পেতে পারেন ব্যাংকের তুলনায়।

REITs বা Real Estate Investment Trusts: স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করে মাসিক ইনকাম ও দীর্ঘমেয়াদি মূল্যবৃদ্ধি।

RBI Floating Rate Bonds: সুদের হার চলমান থাকে বাজার অনুসারে, এবং গ্যারান্টেড নিরাপত্তা দেয়।