BY: Aajtak Bangla 

পুরীতে বাঙালি পর্যটকদের বড় জন্য ঘোষণা

23 MARCH 2023

পুরীতে বাঙালি পর্যটকদের মমতার হাতে অতিথিশালা নির্মাণের জন্য জমি তুলে দিলেন নবীন পট্টনায়েক। 

বাঙালি পর্যটকরা সেখানে ঘুরতে গিয়ে থাকতে পারবেন। ওডিশার মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মমতা।

ওডিশার মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক করেন নবীন ও মমতা। 

তিনি বলেন- আমি নবীনজির কাছে কৃতজ্ঞ। ২ একর জমি দিয়েছেন বিশ্ব বাংলা ভবনের জন্য। বাংলার পর্যটকরা থাকতে পারবেন।

নিউ পুরীতে বিভিন্ন রাজ্যের নিবাসের জন্য জমি লিজ দিচ্ছে ওডিশা সরকার।এর মধ্যে বাংলাকেও জমি দেওয়া হয়েছে। 

সূত্রের খবর ৯৯ বছরের লিজে জমি দিয়েছে ওডিশা সরকার। জমি দেখে মমতা বলেন- জায়গা পছন্দ হয়েছে। ভালো স্পট। 

বাঙালির অন্যতম প্রিয় তীর্থ পুরী। প্রচুর বাঙালি যান জগন্নাথ দেব দর্শনে। 

পুরী বাঙালি পর্যটকেই থাকে জমজমাট। সেই পুরীতে বাঙালিদের জন্য নিবাস তৈরির চেষ্টা করছিলেন মুখ্যমন্ত্রী।

বিভিন্ন সময় থাকার ঘর জোটানোয় বেশ অসুবিধার মুখে পড়তে হয়। নতুন বিশ্ববঙ্গ ভবন তৈরি হলে সেই সমস্য়ার সমাধান হবে। 

মুখ্যমন্ত্রী জানান- ওড়িশাকে ফার্স্ট হোম, সুইট হোম মনে করে বাংলার মানুষ। বছরে পাঁচ বার আসেন অনেকে। 

রথ, উল্টোরথ, স্নানযাত্রা ছাড়াও ছুটিতে অনেকেই হোটেল পান না। সে কারণে এখানে রাজ্যের নিবাস হওয়া জরুরি।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,'নিউ পুরী আমরা শুরু করব ভবন বানিয়ে। সয়েল টেস্ট হয়ে গেলেই শুরু হবে কাজ। বেশি টাকা নেই। তবে কম টাকায় ভালো বানাতে চাই। বিল্ডিং প্ল্যান অনুযায়ী ঠিক হবে কত মানুষ থাকতে পারবেন।'