15 March, 2024
BY- Aajtak Bangla
BY- Aajtak Bangla
গাড়ি কেনার সময়ে প্রথমে মডেল বাছতে হয়। তারপরেই রঙ নিয়ে ভাবতে শুরু করেন ক্রেতারা।
কিন্তু আপনি কি জানেন, নির্দিষ্ট কিছু গাড়ির রঙেই দুর্ঘটনার সম্ভাবনা বেশি। সমীক্ষায় এমনটাই দেখা যাচ্ছে।
কারও পছন্দ কালো, ঝকঝকে গাড়ি। সত্যি বলতে কালো রঙের গাড়ি দেখতেও বেশ ভাল লাগে। কেউ আবার সাদা, সিলভারের মতো রঙ পছন্দ করেন।
কেউ কেউ একটু সাহসী হন। তাঁরা হলুদ, কমলার মতো উজ্জ্বল রঙের গাড়ি পছন্দ করেন। ছোট গাড়ি, কিংবা স্পোর্টসকার হলে উজ্জ্বল রঙ বেশ সুন্দর লাগে।
এদের মধ্যে বিশেষ কিছু রঙেই বেশি দুর্ঘটনা ঘটে। এমনটাই বলছে মোনাশ বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের পরিসংখ্যান।
সমীক্ষা অনুযায়ী কালো গাড়িতে সবচেয়ে বেশি দুর্ঘটনা হয়। তারপরেই রয়েছে সিলভার এবং গ্রে রঙ। কিন্তু এর কারণ কী?
সমীক্ষা অনুযায়ী, দুর্ঘটনায় পড়া ৪৭% গাড়িই কালো। বিশেষজ্ঞদের মতে, অন্ধকারে, কুয়াশায় কালো গাড়ি দেখতে সমস্যা হয়। তাহলে কোন রঙে সবচেয়ে কম দুর্ঘটনা হয়?
সমীক্ষা অনুযায়ী সাদা রঙের গাড়িতে দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে কম। কারণ অন্ধকার বা কুয়াশায় সাদা গাড়ি সহজেই চোখে পড়ে যায়।
এরপরেই রয়েছে হলুদ, কমলা ও সোনালির মতো রঙ। এই রঙগুলিও সহজে চোখে পড়ায় দুর্ঘটনার কবলে কম পড়ে।