BY- Aajtak Bangla
5th February, 2024
বেশিরভাগ রোগীরই সুগার হঠাৎ কোনও কারণে হয় না। দীর্ঘদিনের অনিয়ম থেকে এই রোগ বাসা বাঁধে শরীরে।
সুগার হল কি না তা বোঝার বেশ কিছু উপায় রয়েছে। সুগার হল কি না তা বলে দেব শরীরের কিছু লক্ষণ।
সুগার হলে পায়ে কী কী লক্ষণ দেখা যায় আসুন জেনে নিই, জানা থাকলে সতর্ক হতে পারবেন।
রক্তে সুগার বেড়ে গেলে পায়ে ঘন ঘন টান ধরে। এই লক্ষণ দেখলে সতর্ক হতে হবে।
রক্তে সুগারের মাত্রা বাড়তে থাকলে পা ফোলার সমস্যা হতে পারে। তেমনটা হলে ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। চিকিৎসকের দ্বারস্থ হন।
ঘন ঘন পা অবশ হলে অতিরিক্ত সুগার থাকতে পারে রক্তে। তাই এই উপসর্গ দেখলে সাবধান হোন।
ঘন ঘন পায়ে ঝিঁঝিঁ ধরলে সতর্ক হতে হবে। এটি বেশি সুগারের লক্ষণ হতে পারে।
বার বার প্রস্রাব হতে পারে। সাধারণত রাতের দিকে এই সমস্যা বেড়ে যায়। ।
ডায়াবেটিস হলে ঘন ঘন জলতেষ্টা পায়। জল খাওয়ার ইচ্ছা বেড়ে যায়। ।
খিদেও বেড়ে যায়। মাঝে মাঝেই খিদে চাগাড় দেয়। পাল্লা দিয়ে বাড়ে খাবার খাওয়ার প্রবণতাও।
এছাড়াও, সুগার বেড়ে গেলে ভীষণ ক্লান্ত লাগে। কাজে এনার্জি মেলে না।