26  DECEMBER, 2024

BY- Aajtak Bangla

চলন্ত ট্রেনে বাচ্চা জন্মালে কি জীবনভর ফ্রিতে রেলভ্রমণ? নিয়ম জানুন

চলন্ত ট্রেনে বা ফ্লাইটে একজন মহিলা সন্তানের জন্ম দিয়েছেন এমন খবর আপনি অনেকবারই পড়েছেন।

অনেক সময় এই ধরনের শিশুদের রেলওয়ে কিছু বিশেষ সুবিধা দেয়।

মাত্র কয়েক মাস আগে ট্রেনে সন্তানের জন্ম দেন ফ্রান্সের এক নারী।

এখন ফরাসি রেলওয়ে ২৫ বছর বয়স পর্যন্ত ওই  নবজাতকের জন্য ট্রেন ভ্রমণ বিনামূল্যে করার ঘোষণা করেছে।

কিছুদিন আগে ভারতেও এমন একটি ঘটনা প্রকাশ্যে এসেছে।

এখন ভারতীয় রেলও কি সেই নবজাতক শিশুকে বিনামূল্যে ভ্রমণের উপহার দেবে?

তবে আপনার সচেতন হওয়া উচিত যে ভারতীয় রেলে এমন কোনও নিয়ম নেই।

যাইহোক, ডেলিভারির সময় রেলওয়ের দেওয়া সমস্ত সুবিধা একেবারে বিনামূল্যে পাওয়া যায়।