01 AUGUST, 2023
BY- Aajtak Bangla
দুর্গাপুজো মনে বাঙালিদের আবেগ ও উচ্ছ্বাসের সীমাহীন অনুভূতি।
কলকাতায় দুর্গা পুজো মানেই প্যান্ডেলে প্যান্ডেলে আড্ডা, ভিড় ও এক রাশ সুখের ৪ দিন।
নতুন নতুন আভিজাত্য এবং সৃষ্টি। নতুন নতুন থিম।
শোনা যাচ্ছে, এবছর কল্যাণী শহরের কাটাগঞ্জ গোকুলপুর স্কুল মাঠ দুর্গাপুজো কমিটি আনছে এক বিরাট চমক।
কল্যাণীর কাটাগঞ্জ গোকুলপুর স্কুল মাঠ পুজো সমিতির পুজো এবার ৭০ বছরে পা দিচ্ছে। তাদের থিম চন্দ্রযান - ৩।
বিজ্ঞানের ক্ষেত্রে ভারতের এক অসীম সাফল্যের উদাহরণ এই চন্দ্রযান - ৩।
এই চন্দ্রযান - ৩ এর উচ্চতা হবে ৭৫ ফুট লম্বা। যা বিশ্বাস করতে পারছেন না মানুষজন।
সমিতির উদ্যোক্তারা জানিয়েছেন প্রতিদিন রাতে থাকবে লাইট শো।
এই বিশাল ৭৫ ফুট উঁচু চন্দ্রযান - ৩ প্যান্ডেল বানাচ্ছেন শিল্পী তাপস বসু।