14 October, 2023
BY- Aajtak Bangla
রাজ্য পুলিশের আওতায় থাকা সিভিক ভলান্টিয়ারদের পুজো বোনাস বাড়িয়ে ৫৩০০ টাকা করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য ও কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়াররা মাসে ফিক্সড ৯ হাজার টাকা বেতন পান। ৩০ দিন কাজ করার জন্য তাঁদের এই বেতন দেওয়া হয়।
সিভিক ভলান্টিয়ারদের দিনে ন্যূনতম ৮ ঘণ্টা কাজ করতে হয়। দরকার মতো তা বাড়তেই পারে।
বছরে ১৪টি ক্যাজুয়াল লিভ পান তাঁরা। বাকি সিভিক ভলান্টিয়ারদের ‘নো ওয়ার্ক, নো পে’। কাজ না করে টাকা নেই।
৫০ দিন সবেতন মেডিকেল লিভ পান সিভিক ভলান্টিয়াররা। তবে ছুটির টাকা পেতে মেডিকেল প্রুফ লাগে।
সিভিক ভলান্টিয়ারদের মেডিক্লেম বেনিফিটও রয়েছে।
সেই সঙ্গে দুর্ঘটনাজনিত চোট আঘাত পেলে ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে।
সিভিক পুলিশের পুজোর বোনাস ৫ হাজার ৩০০ টাকা।