29 AUG, 2023

BY- Aajtak Bangla

গৃহস্থের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমে গেল,  কম লাগবে ২০০ টাকা

রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার।  

উজ্জ্বলা প্রকল্পের গ্রাহকদের এই ভর্তুকি দেওয়া হবে। 

অন্য কাউকে রান্নার গ্যাস সিলিন্ডারে ভর্তুকি দেওয়া হবে না। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্তে উজ্জ্বলা প্রকল্পের অধীনে LPG সিলিন্ডারের দাম ২০০ টাকা এখন থেকে কম দিতে হবে। 

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২০১৬ সালে শুরু হয়। দারিদ্র্যসীমার নিচে (বিপিএল) বসবাসকারীদের বিনামূল্যে এলপিজি সংযোগ দেয়। 

ভর্তুকি পেতে আপনাকে এলপিজি সংযোগের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করতে হবে

এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীর বয়সর ১৮ বছরের বেশি হতে হবে। 

ওই পরিবারকে অবশ্যই BPL তালিকাভুক্ত হতে হবে

উজ্জ্বলা যোজনা ওয়েবসাইটে বা দেশের যে কোনও এলপিজি আউটলেটে গিয়ে ফর্মপূরণ করতে হবে। 

ওই ফর্ম জমা দিতে হবে এলপিজি আউটলেটে। তবেই মিলবে কানেকশন