16 November, 2023

BY- Aajtak Bangla

আবার ঘূর্ণিঝড়? হাওয়া অফিসের স্পেশাল বুলেটিন

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর গভীর নিম্নচাপটি গত ৬ ঘণ্টায় ১৭ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে উত্তর-উত্তরপূর্ব দিকে সরে গেছে।

সকাল থেকেই কলকাতার আকাশ মেঘে ঢাকা। ঝোড়ো হাওয়াও বইছে কোথাও কোথাও। কলকাতা-সহ উপকূল সংলগ্ন জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

আবহাওয়া দফতর সূত্রে খবর, বেলা যত বাড়বে বৃষ্টির সম্ভাবনা ততই বাড়বে। দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। 

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই অতি গভীর নিম্নচাপ গতি পরিবর্তন করে ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোবে। শুক্রবার অর্থাৎ ১৭ নভেম্বর সকালে তা ভুবনেশ্বরের কাছাকাছি ওড়িশা উপকূলে অবস্থান করবে।

তবে শুধু কলকাতা বা উপকূলীয় জেলাগুলি নয়, বৃহস্পতিবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়াতেও।

ভারী বৃষ্টি, সঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। 

সেই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। 

এছাড়া মাঝারি বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি, দুই বর্ধমান ও নদিয়াতেও।

জানা যাচ্ছে ঘূর্ণিঝড় হলে তার নাম হবে, 'মিধিলি'। মলদ্বীপ দিয়েছে এই নাম। কিন্তু বাংলায় ঠিক কতটা প্রভাব পড়বে এই ঝড়ের? কোন কোন জায়গায় বৃষ্টির সতর্কতা জারি? দেখে নেওয়া যাক ঠিক কী বলছে আলিপুর ও মৌসম ভবনের রিপোর্ট।