12 JUNE, 2023
BY- Aajtak Bangla
'বিপর্যয়' ঘূর্ণিঝড়ের কবল থেকে বাঁচার চেষ্টা, দেখুন photos
'বিপর্যয়' নামটি বাংলাদেশের দেওয়া।
বিপর্যয়ের তাণ্ডবে ঘর-বাড়ি ভেঙে পরাতে মানুষরা নিজেদের প্রা
ণ বাঁচাতে ব্যস্ত।
ঘূর্ণিঝড় 'বিপর্যয়'-য়ে ক্ষয়ক্ষতি রুখতে ও উদ্ধারকাজ দ্রুত শেষ
করতে তত্পর প্রশাসন।
মত্স্যজীবীদের ইতিমধ্যেই মাথায় হাত। বিপর্যয়-এর আগমনে তাঁদ
ের গভীর সমুদ্রে নামতে বারণ করা হয়েছে। ফলে ব্যবসা নিয়ে দুঃশ্চিন্তায়।
বিপর্যয়-এর আগমনে ত্রস্ত পাকিস্তানও। করাচি শহরে ১৫০ কিমি প্রতি ঘণ্টায় ঝড়ের পূ
র্বাভাস।
বিপর্যয়-এর গতিবিধির উপরে সর্বদা নজর রা
খছেন আবহাওয়াবিদরা।
সমুদ্র সৈকতে ইতিমধ্যেই চলছে মাইকিং। কেউ যাতে সমুদ্রে না ন
ামে, তা নজর রাখছে প্রশাসন।
ঘূর্ণিঝড় ও তার রক্ষাকবচ নিয়ে জরুরি বৈঠক প্রশাসনের
বিপর্যয়-এর আশঙ্কায় রাজ্য পুলিশ ইতিমধ্যেই বাসিন্দাদের অ্যালার্ট করতে শুরু করেছে।
Related Stories
৪২ ডিগ্রি গরমেও বাড়ির কলে আসবে শীতল জল, এই ট্রিকটি শিখে নিন
ঘরেই AC সার্ভিস করুন , এক টাকাও লাগবে না
টাকা সুরক্ষিত রাখার ১০টি নিরাপদ জায়গা যেখানে সুদ ও লাভ দুটোই মেলে!
বাড়ির পাশে জলা-ডোবা? সাপ ও পোকামাকড় থেকে ঘর বাঁচাতে যা করতেই হবে