সুখবর, বাংলায় আছড়ে পড়বে না মোকা সাইক্লোন

8 May, 2023

বঙ্গোপসাগরে মোকা ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতির পূর্বাভাস দিল মৌসম ভবন।

সোমবার সকালে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে।

মঙ্গলবার তা থেকে তৈরি হতে পারে গভীর নিম্নচাপ।

 ১০ মে, বুধবারের মধ্যে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্বমধ্য বঙ্গোপসাগরে

বুধবার  মোকা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তা এগিয়ে যাবে উত্তর ও উত্তর-পশ্চিম দিক  বরাবর। 

১১ মে, বৃহস্পতিবার পর্যন্ত মোকার অভিমুখ থাকবে উত্তর-পশ্চিমেই। 

বৃহস্পতিবারের পর মোকা দিক পরিবর্তন করবে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর থেকে সেটি উল্টো দিকে বাঁক নেবে। 

মোকা ধীরে ধীরে উত্তর ও উত্তর-পূর্ব দিকে ঘুরে যাবে। ক্রমশ এগোবে বাংলাদেশ ও মায়ানমারের দিকে। 

ফলে বাংলার জন্য কোনও আশঙ্কার কারণ থাকছে না।

ঝড় পশ্চিমবঙ্গকে পাশ কাটিয়ে উত্তর ও উত্তর-পূর্বে এগোবে বাংলাদেশ, মায়ানমারের দিকে।

ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হবে, বাংলাদেশ, মায়ানমারে আঘাত হানার পর কেমন তাণ্ডব চালাতে পারে?

ঘূর্ণিঝড়ের গতি ও শক্তি সম্পর্কে এখনও পূর্বাভাস দেয়নি মৌসম ভবন।