31 AUGUST, 2024

BY- Aajtak Bangla

DA নিয়ে বড় আপডেট! এবার টাকা কমে যেতে পারে

কেন্দ্রীয় সরকারি কর্মীরা খুব শীঘ্রই হয়তো সুখবর পেতে চলেছে।

অক্টোবর থেকে উত্‍সবের মরশুম হয়ে যাচ্ছে। তার আগেই সম্ভবত মাইনে বেড়ে যাবে।

২০২৪ সালের জুলাই থেকে DA বাড়ছে সরকারি কর্মীদের।

সেপ্টেম্বরেই সেই টাকা অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে বলে এখনও পর্যন্ত খবর।

সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বাড়তে পারে ৩ শতাংশ। ৪ শতাংশ নয়।

অর্থাত্‍ ৫০ শতাংশ থেকে বেড়ে ৫৩ শতাংশ ডিএ হয়ে যাবে সরকারিকর্মীদের।

সপ্তম পে কমিশন (7th Pay Commission)-এর মহার্ঘ ভাতা বা Dearness Allowance (DA) বেসিক মাইনের

৫০ শতাংশ হয়ে গেলেই এখনই বেসিক পে'র সঙ্গে  ডিএ মিশিয়ে দেওয়া হবে না।  

এখনও পর্যন্ত যা খবর, সরকার ৩ শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারে।