BY- Aajtak Bangla

DVC কেন্দ্রীয় সরকার নাকি রাজ্য সরকারি সংস্থা, জানেন?

19  September, 2024

DVC-র অতিরিক্ত জল ছাড়ছে বলেই রাজ্যের একটি বড় অংশে বন্যা পরিস্থিতি। বার বার ক্ষোভ উগরে দিয়ে দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ অর্থাত্‍ বৃহস্পতিবার মমতা বললেন, 'এরকম চলতে থাকলে, ডিভিসি-র সঙ্গে আমরা সব সম্পর্ক ছেদ করব।'

এখন প্রশ্ন হল, DVC কেন্দ্রীয় সরকারের সংস্থা নাকি রাজ্য সরকারের সংস্থা?

DVC হল একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা। এটি তৈরি করা হয়েছিল ১৯৪৮ সালে। কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনে।

DVC-র হেডকোয়ার্টার্স কলকাতায়, অর্থাত্‍ হেড অফিস কলকাতায়। 

ডিভিসি-র মোট ১০টি পাওয়ার স্টেশন রয়েছে। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড, অর্থাত্‍ দামোদর উপত্যকায় পড়া দুই রাজ্যে রয়েছে এই বিদ্যুত্‍ উত্‍পাদন কেন্দ্রগুলি অবস্থিত।

ঝাড়খণ্ডে রয়েছে ডিভিসি-র জলবিদ্যুত্‍ কেন্দ্র। পাঞ্চেত, মাইথন, তিলাইয়া ও কোনার।

স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল DVC।

DVC বাঁধগুলি ৬.৫১ লক্ষ কিউসেক থেকে ২.৫ লক্ষ কিউসেক পর্যন্ত বন্যাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম ৷