BY- Aajtak Bangla

দার্জিলিং-সিকিমে যাওয়ার প্ল্যান? নিজের চোখে দেখুন রাস্তার অবস্থা

05 July, 2024

ধসে বিপর্যস্ত শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার  ১০ নম্বর জাতীয় সড়ক। টানা বর্ষনের জেরে তিস্তায় জলস্তর বেড়ে রাস্তায় উঠে এসেছে। 

এতটাই জল বেড়েছে যার জেরে মেল্লি বাজার যাওয়ার রাস্তা ধসে তিস্তার জলের নীচে। যা ভাবলেও শিউরে উঠতে হয়।

কার্যত ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ঘুরপথে গাড়ি চলাচল করছে। এই রাস্তা এই মরশুমে বারবার ধসে বন্ধ হয়ে যাচ্ছে, কখনও খুলছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে।

এদিন প্রবল বৃষ্টিতে দার্জিলিং শহরেও ধস নেমেছে। লেবং কার্ট রোডে দুটি গাড়ির উপর পড়ে চাঙড়, পাথর।   .

তবে ধসের জেরে কিছুক্ষণ লেবং কার্ট রোডে যান চলাচল বন্ধ ছিল।  পুলিশ ও পূর্ত দফতরের যৌথ উদ্যোগে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী শনিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে।

একাধিক জেলায় প্রবল বৃষ্টিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর অবস্থায় রয়েছে পাহাড়ের বিভিন্ন এলাকা।   ।  

সিকিমের একাধিক এলাকায় টানা বৃষ্টিতে, সিকিমের সব নদীতে জল বেড়েছে কয়েকগুণ বেশি। ফলে আতঙ্কে প্রহর গুণছে গোটা শৈল রাজ্য।

ভুটানেও বৃষ্টিপাত হচ্ছে প্রবল। যার ফলে ডুয়ার্সের নদীতে জল বাড়ছে। ভয়ঙ্কর অবস্থা উত্তরবঙ্গের ডুয়ার্সের একের পর এক নদীর।