19 October, 2023

BY- Aajtak Bangla

বন্দে ভারতের পর এবার  ব়্যাপিড ট্রেন, যাত্রা শুরু RAPIDX-র

 সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, সেমি-হাইস্পিড বিশিষ্ট বন্দে ভারত ট্রেন ট্র্যাকে নামার সঙ্গে সঙ্গেই যাত্রীদের মন জয় করে নিয়েছে।

এখন কম সময়ে, আরামদায়কভাবে ট্রেন যাত্রার অন্যতম নাম হল, বন্দে ভারত এক্সপ্রেস।

এবার যাত্রা শুরু করছে ব়্যাপিড ট্রেন, যার অপর নাম ব়্যাপিডেক্স (RAPIDEX)।

 ভারতের অন্যতম দামি প্রকল্প, রিজিওনাল র‌্যাপিড ট্রানজিট সিস্টেম (RRTS)-এর অধীনেই আসতে চলেছে ব়্যাপিড ট্রেন।

এই ট্রেনটি যেমন দ্রুত গতিসম্পন্ন হবে, তেমনই দেখতেও অন্যান্য ট্রেনের থেকে আলাদা।

শুক্রবার ২০ অক্টোবর RAPIDX ট্রেনের যাত্রার সূচনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার সঙ্গে সঙ্গে দেশীয় প্রযুক্তিতে নির্মিত আরও এক দ্রুতগতির, আরামদায়ক ট্রেন যাত্রার সূচনা হবে দেশে।

প্রাথমিকভাবে উত্তর প্রদেশের গাজিয়াবাদে থেকে ১৭ কিলোমিটার করিডরে চালানো হবে এই ট্রেন। তারপর ২০২৫ সালের মধ্যেই দিল্লি-গাজিয়াবাদ-মিরাট এই ট্রেন চালু হয়ে যাবে। ইতিমধ্যে করিডর তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।

ব়্যাপিডেক্স ট্রেন চালু হলে দিল্লি থেকে মিরাট যাতায়াতের সময় ৪০ শতাংশ হ্রাস পাবে। ব়্যাপিডেক্স ট্রেনের মাধ্যমে মাত্র ৯০ মিনিট বা তারও কম সময়ে পৌঁছে যাওয়া যাবে দিল্লি থেকে মিরাট। 

বন্দে ভারত এক্সপ্রেসের থেকে এই ট্রেনটি দেখতে আলাদা হলেও বিলাসিতার দিক থেকে খুব একটা ফারাক নেই।

বিমানের মতো এই ট্রেনে থাকবে নরম গদি। এছাড়াও থাকবে ডিজিটাল স্ক্রিন, সেখানে ট্রেনটি কোন রুট দিয়ে যাচ্ছে এবং পরবর্তী স্টেশনে পৌঁছতে কত সময় লাগবে, সেটা ফুটে উঠবে।

প্রতিটি রেকে মোট ৬টি কামরা থাকবে। এর মধ্যে একটি প্রিমিয়াম কামরা ও বাকি পাঁচটি স্টান্ডার্ড কামরা থাকবে। এছাড়া মহিলা যাত্রীদের জন্য একটি স্ট্য়ান্ডার্ড কামরা সংরক্ষিত থাকবে।

 ব়্যাপিডেক্স ট্রেনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই ট্রেনের ৫০ শতাংশ মহিলা কর্মী থাকবেন।