1 January, 2024

BY- Aajtak Bangla

দিঘা যাওয়ার রাতের ট্রেনও আছে, কবে-কখন ও কোথা থেকে ছাড়ে?

দিঘা যাওয়ার জন্য বাস, ট্রেনের অভাব নেই। সপ্তাহান্তে অনেকেই হয়তো প্ল্যান করছে, চট করে দিঘা ঘুরে আসার।

কিন্তু অফিস সেরে রাতে দিঘার জন্য রওনা হওয়ার মতো ট্রেন আছে কি? উত্তরটি হল, হ্যাঁ।

রাতেও ট্রেন রয়েছে। তাতে আপনি কাকভোরেই পৌঁছে যাবেন দিঘা। কিন্তু ট্রেনটি মাত্র দুদিন চলে সপ্তাহে। 

দিঘা যাওয়ার রাতের ট্রেনটি সাঁতরাগাছি থেকে ছাড়ে রাত ১১টা ৪৫ মিনিটে। পরের দিন ভোর সাড়ে ৩টেয় দিঘা পৌঁছয়।

দিঘা থেকে ট্রেনটি ছাড়ে সকাল ৮টায়। সাঁতরাগাছি পৌঁছয় বেলা ১২টা ১০ মিনিটে। 

শনিবার ও রবিবার সাঁতরাগাছি থেকে এই ট্রেনটি ছাড়ে। 

আর ফেরার সময় রবিবার এবং সোমবার সকাল ৮টায় ট্রেন ধরতে হবে। 

যা সাঁতরাগাছি পৌঁছে দেবে যাত্রীদের ১২টা ১০ মিনিটে।

রাতের ট্রেন সফরের জন্য যাত্রীরা পাবেন ১২টি সাধারণ স্লিপার এবং চারটি থ্রি–টায়ার কামরা।

উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক, দেশপ্রাণ, কাঁথি স্টেশন। এই স্টেশনগুলিতে স্টপেজ রয়েছে ট্রেনটিতে।