22 MARCH 2025
BY- Aajtak Bangla
বাড়ি রঙের খরচ বাঁচাতে অনেকেই সিমেন্ট ঘোলা লাগিয়ে রেখে দেন। পরে রং করেন। অনেকেরই ধারণা, সিমেন্ট ঘোলা মেরে রাখলে বাড়ি পোক্ত হবে, পরে রং করলেও অসুবিধা হবে না।
আসলে সিমেন্ট ঘোলা রং নিয়ে যে যে ধারণা রয়েছে, তা একেবারেই মিথ। কারণ, বাড়ির ইট গাঁথনি বা দেওয়াল গাঁথনি বা
প্লাস্টার করার জন্য যে সিমেন্ট ব্যবহার করা হয়, তা কখনও বাড়ির দেওয়াল রং করার জন্য নয়।
এই বিষয়ে আমরা কথা বলেছিলাম রঙের মিস্ত্রির সঙ্গে। তিনি জানালেন, বাড়ির দেওয়ালে সিমেন্ট ঘোলা রঙের কী কী ক্ষতি হয়?
নাম প্রকাশে অনিচ্ছুক পেশায় রং মিস্ত্রি ওই ব্যক্তি জানালেন, ইট গাঁথনি বা প্লাস্টারের জন্য যে সিমেন্ট আমরা ব্যবহার করি, তাতে কিছু কেমিক্যাল থাকে, তা শুধু বাড়ির কাঠামো মজবুত করার জন্যই।
ওই সিমেন্ট জলে গুলে নিয়ে বাড়ির দেওয়াল রং করলে তাতে পরবর্তীকালে দেওয়ালে ফাটল দেখা দেয়। সেই ফাটল আরও বড় হয়ে বর্ষায় জল চুঁইয়ে ঢোকে। ফলে দেওয়ালে ড্যাম্প লেগে যায়।
তখন পরে রং করলে, সিমেন্টের উপর প্রাইমার থাকে না। ফলে রঙের ছাল উঠতে শুরু করে বাড়ির দেওয়াল থেকে।
যদি কারও বাড়ির দেওয়ালে সিমেন্ট ঘোলা রং করে থাকেন, তা হলে পরে এমনি রং করলে কী করা উচিত?
প্রাইমার লাগানোর আগে সিমেন্ট ঘোলা রং ব্রাশ দিয়ে যতটা সম্ভব ঘষে তুলে দিতে হবে। তারপর দেওয়াল ভাল করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। যাতে সিমেন্ট না থাকে।
তারপর প্রাইমার লাগাতে হবে দু কোট। এক কোটে হবে না। তারপর রং করলেন পছন্দমতো।