22 MARCH 2025

BY- Aajtak Bangla

বাড়ির বাইরের দেওয়ালে সিমেন্ট ঘোলা মারলে এই ক্ষতিগুলি হয়, রং মিস্ত্রির টিপস 

বাড়ি রঙের খরচ বাঁচাতে অনেকেই সিমেন্ট ঘোলা লাগিয়ে রেখে দেন। পরে রং করেন। অনেকেরই ধারণা, সিমেন্ট ঘোলা মেরে রাখলে বাড়ি পোক্ত হবে, পরে রং করলেও অসুবিধা হবে না।

সিমেন্ট ঘোলা রং

আসলে সিমেন্ট ঘোলা রং নিয়ে যে যে ধারণা রয়েছে, তা একেবারেই মিথ। কারণ, বাড়ির ইট গাঁথনি বা দেওয়াল গাঁথনি বা

সিমেন্ট ঘোলার মিথ

প্লাস্টার করার জন্য যে সিমেন্ট ব্যবহার করা হয়, তা কখনও বাড়ির দেওয়াল রং করার জন্য নয়।

প্লাস্টার করার সিমেন্ট

এই বিষয়ে আমরা কথা বলেছিলাম রঙের মিস্ত্রির সঙ্গে। তিনি জানালেন, বাড়ির দেওয়ালে সিমেন্ট ঘোলা রঙের কী কী ক্ষতি হয়?

সিমেন্ট ঘোলার কী ক্ষতি?

নাম প্রকাশে অনিচ্ছুক পেশায় রং মিস্ত্রি ওই ব্যক্তি জানালেন, ইট গাঁথনি বা প্লাস্টারের জন্য যে সিমেন্ট আমরা ব্যবহার করি, তাতে কিছু কেমিক্যাল থাকে, তা শুধু বাড়ির কাঠামো মজবুত করার জন্যই।

সিমেন্টে থাকে কেমিক্যাল

ওই সিমেন্ট জলে গুলে নিয়ে বাড়ির দেওয়াল রং করলে তাতে পরবর্তীকালে দেওয়ালে ফাটল দেখা দেয়। সেই ফাটল আরও বড় হয়ে বর্ষায় জল চুঁইয়ে ঢোকে। ফলে দেওয়ালে ড্যাম্প লেগে যায়।

দেওয়ালে ফাটল

তখন পরে রং করলে, সিমেন্টের উপর প্রাইমার থাকে না। ফলে রঙের ছাল উঠতে শুরু করে বাড়ির দেওয়াল থেকে।

দেওয়ালের রং ওঠে

যদি কারও বাড়ির দেওয়ালে সিমেন্ট ঘোলা রং করে থাকেন, তা হলে পরে এমনি রং করলে কী করা উচিত?

বাড়ি রঙের টিপস

প্রাইমার লাগানোর আগে সিমেন্ট ঘোলা রং ব্রাশ দিয়ে যতটা সম্ভব ঘষে তুলে দিতে হবে। তারপর দেওয়াল ভাল করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। যাতে সিমেন্ট না থাকে।

ঘষে তুলে দিতে হবে

তারপর প্রাইমার লাগাতে হবে দু কোট। এক কোটে হবে না। তারপর রং করলেন পছন্দমতো।

প্রাইমার দু কোট