07 Oct, 2024
BY- Aajtak Bangla
দৈনন্দিন কাজে আপনাদের এই চা পাতা ব্যবহার করা যায়। জানুন চা পাতা কী কী কাজে লাগে।
আপনি চা খাওয়ার পর যে যা পাতাটা থেকে যাবে, সেই চা পাতা ভালোভাবে গরম জলে ফুটিয়ে নিন। তারপরে ক্ষতস্থানে লাগিয়ে নিন।
চা বানানোর পর পাতা কিন্তু ফেলবেন না। কারণ এটি আপনি চুলে লাগাতে পারেন। তারপরে কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে নেবেন। এতে চুল কিন্তু খুব উজ্জ্বল হবে।
চা পাতা দিয়ে একটি সসপ্যানে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। তারপর সেই বাসনে এই চা পাতা দিয়ে ভালোভাবে মেজে দিন। তাহলে সহজেই বাসন থেকে দাগ উঠে যাবে।
আপনি বেকিং সোডা, জলের সঙ্গে মিশিয়ে ভালোভাবে পেস্ট করে হাঁটু, কনুই, ঘাড়ে এবং ত্বকে লাগাতে পারেন। ঘাড়ের কালো জায়গাও কিন্তু পরিষ্কার হবে।
একটি বোতলে চা পাতা নিয়ে তাতে কিছুটা জল দিয়ে ভালোভাবে স্প্রে করে নিন। এতে আপনার বাসনপত্র পরিষ্কার হয়ে যাবে।
jতাহলে চা খেতে খেতেই ঝকঝকে তকতকে করে নিতে পারবেন বাড়ি-ঘর এবং নিজেকে। আজ থেকে আর পাতা ফেলবেন না।